shok

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার রাজ পরিবারের সদস্য শেখ হামাদ বিন মোহাম্মদ আল কাশিমি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রোববার রাস আল খাইমার শাসক ও সুপ্রিম কাউন্সিল সদস্য শেখ সউদ বিন সাকর আল কাশিমি তার মৃত্যুর ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, ১৭ই শাওয়াল (১ জুলাই) শেখ হাম্মাদ বিন মোহাম্মদ আল কাশিমিকে মৃত্যুবরণ করেন। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আগামীকাল (সোমবার) সকাল ৮টায় রাস আল খাইমার শেখ জায়েদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শেখ হামাদ বিন মোহাম্মদ আল কাশিমির মৃত্যুতে রাজ্যটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।