jamuna

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকারের নেয়া পদক্ষেপ সময় উপযোগী। সরকারের এ পদক্ষেপে যমুনা ব্যাংকের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা চাই এ ভয়াবহতা থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে।

শুক্রবার (২৯ জুন) সকালে যমুনা ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত ‘মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
নূর মোহাম্মদ বলেন, সামাজিক দায়বদ্ধ হওয়ায় যমুনা ব্যাংক অনেক কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে নেয়া হয়েছে গণসচেতনামূলক নানা কর্মসূচি।

যমুনা ব্যাংক পরিবারের সদস্যের কোনো সন্তান যদি মাদকাসক্ত হয় কিংবা যদি লেখাপড়ার খরচ চালাতে হয় তাহলে ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে বলা হয়। দেশকে মাদকমুক্ত করতে সব ধরনের কর্মসূচির প্রতি সমর্থনের কথাও জানান নূর মোহাম্মদ।

সেমিনারে অন্যান্যদের যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মাদকের ভয়াবহতা নিরসনে গণসচেতনতা বাড়াতে একটি র্যালি বের করা হয়।