siraz

মো. সিরাজুল ইসলাম মোল্লা এমপি প্রাইম ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে সর্বসম্মতিক্রমে এই পদে নির্বাচিত করেছে।

মো. সিরাজুল ইসলাম মোল্লা প্রাইম ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রীজ লি., বেঙ্গল টাইগার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লি., বাজনাবো টেক্সটাইল মিল্স লি. ও ইউনাইটেড শিপিং লাইন্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সদস্য।
ব্যবসার পাশাপাশি মো. সিরাজুল ইসলাম মোল্লা রাজনীতিতেও সক্রিয় আছেন। বর্তমানে তিনি নরসিংদী-৩ আসনের এমপি। এছাড়া বিভিন্ন সামাজিক ও শিক্ষা কার্যক্রমেও জড়িত আছেন।

তিনি নরসিংদীর শিবপুরে বাজনাবো আবুল ফয়েজ মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান। -প্রেস বিজ্ঞপ্তি