speaker

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এই ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। এ সময় তিনি ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারীদের সঙ্গে কুশলাদী বিনিময় করেন।

অনুষ্ঠানে বিএনএফ-এর চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ এমপি সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে নাজমুল হক প্রধান এমপি, শিরীন আকতার এমপি, নবী নাওয়াজ এমপি, কাজী রোজী এমপি, রহিম উল্লাহ এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, সেলিনা আক্তার লিটা এমপি অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।