microsoft

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সফটওয়্যার আমদানিতে শুল্ক ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি এ খাতে আরোপিত ভ্যাটও তুলে দেয়ার প্রস্তাব করেছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এই প্রস্তাব করেন তিনি। এর ফলে বিদেশি থেকে আমদানি করা সফটওয়্যারের দাম কমবে বলে ধারণা করা হচ্ছে।
ডোটবেইজ, অপারেটিং সিস্টেম, ডেভলমেন্টস টুল, প্রোডাক্টিভিটি, অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিনের জন্য কমিউনিকেশন বা কোলাবরেশন সফটওয়্যারসহ বিভিন্ন সফটওয়্যারে এই ছাড় দেয়ার কথা বলা হয়েছে। আগে এসব সফটওয়্যারে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ আর ভ্যাট ১৫ শতাংশ।

উল্লেখ, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট এসব সফটওয়্যারে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ আর ভ্যাট ১৫ শতাংশ।