best

সমুদ্র সৈকত কক্সবাজারে এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেডের বাৎসরিক ডিলার সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ মে) কক্সবাজারের স্যায়মান বীচ রিসোর্টের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সারাদেশের শতাধিক ডিলার ও বেস্ট ইলেক্ট্রনিক্সের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর এই আয়োজনে ২০১৭ সালের সেরা ডিলার হিসেবে মোটর বাইক জিতে নেন শেরপুর, বগুড়ার, সিনথিয়া ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী শফিকুর রহমানসহ অর্ধশত ডিলরের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা ও বিদেশ ভ্রমনের টিকেট তুলে দেন বেস্ট ইলেক্ট্রনিক্স-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আসাদুজ্জামান ও পরিচালক সৈয়দ আশহাব জামান।

২০১৮ সালের মধ্যে ২০০ ডিলার প্রতিষ্ঠিত করার টার্গেট ও দিক-নির্দেশনামুলক আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপনী ঘোষনা করা হয়।