aziz

অঙ্কুরেই ঝরে পড়া ছিন্নমূল শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ইচ্ছা পূরণ। জীবিকার তাগিদে যেসব বাবা-মা শিশুদের নামিয়েছেন ভিক্ষাবৃত্তি ও মাদক ব্যবসায়, সেসব শিশুদের অন্ধকার থেকে আলোর পথে টেনে আনছে ‘ইচ্ছা পূরণ’ সংগঠন।
‘ইচ্ছা পূরণ’ সংগঠন এর পেছনে সার্বিকভাবে কাজ করে যাচ্ছেন বিয়ানীবাজার থানার কালাইউরা গ্রামের আলহাজ মো শামসুর রহমান এবং রাবিয়া বেগমের ছেলে মোহাম্মদ আজিজুর রাহমান। ইংরেজী মাধ্যমে ‘এ’ লেভেল পড়ছেন। বাবা মায়ের সাথে সিলেট শহরে থাকেন। বয়স এখনও কুড়িতে পড়েনি,তবুও সেচ্ছায় মানবতার কাজ করে যাচ্ছে আজিজ।
সে কাজ করছে ” ইচ্ছা পূরণ সামাজিক সংগঠন, সিলেট” এর হয়ে। এই সংগঠনটি ২০১৭ সালে ” জয় বাংলা উয়থ এওয়ার্ড ২০১৭” লাভ করে।