Prime Bank

প্রাইম ব্যাংক সম্প্রতি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সঙ্গে ‘প্রাইম পেরোল’ চুক্তি করেছে। ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের হেড অব সেলস ও কালেকশন এসভিপি মামুর আহমেদ এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের এমডি প্রকৌশলী এম এক কবির চুক্তিতে সই করেন। এ সময় ব্যাংকের এমডি আহমেদ কামাল খান চৌধুরী, হসপিটালের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরী, ব্যাংকের ডিএমডি ও সিবিও মো. তৌহিদুল আলম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের কর্মকর্তা-কর্মচারীরা প্রাইম ব্যাংকের বিশেষ সেবা ও সুবিধা পাবেন।