Meghna Bank

চাঁদপুরের হাজীগঞ্জের রামপুর বাজারে প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে শাখা চালু করেছে মেঘনা ব্যাংক। এটি ব্যাংকের ৩৮তম শাখা। চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম (বীরউত্তম) প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান এমপি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. কামাল উদ্দিন এবং পরিচালক রেহানা আশিকুর রহমান। ব্যাংকের এমডি মোহাম্মদ নূরুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত ছিলেন।