nur

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর কন্যার বিয়েতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় কুর্মিটোলার গলফ গার্ডেনে আসাদুজ্জামান নূর ও শাহীন আখতার দম্পত্তির একমাত্র কন্যা সুপ্রভা তাসনিম ব্রিটিশ নাগরিক টিমথি স্টিফেন গ্রীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিব, বিচারপতি, আইনজীবী, চিকিৎসক, লেখক, কবি, সাংবাদিকসহ সাংস্কৃতিক অঙ্গনের তারাদের মিলনমেলায় পরিণত হয়েছিল।

ব্রিটিশ দম্পতি প্যাট্রিসিয়া ও ক্রিস্টেফার গ্রীনের পুত্র টিমথি স্টিফেন গ্রীনের সঙ্গে আসাদুজ্জামান নূর কন্যা সুপ্রভা তাসনিমের বিয়েতে দুই পরিবারের আত্নীয় স্বজনরাও উপস্থিত ছিলেন। বিয়েতে উপস্থিত সবাই নব দম্পত্তির জন্য দোয়া করেন।