Sadharon bima

সাধারণ বীমা করপোরেশনের ঢাকা জোনের জিএম (চলতি দায়িত্ব) মো. ফজলুল হক নৌ-কার্গো বীমা দাবির অনুকূলে অনুমোদিত ৪৬ লাখ ৩৯ হাজার টাকার চেক হাইসং করপোরেশনের সহকারী ম্যানেজার মো. ফয়সাল মোতাহারের কাছে হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে সাধারণ বীমা করপোরেশনের ঢাকা জোনের ডিজিএম এসএম শাহ আলম, ম্যানেজার (দাবি) মো. আবদুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।