সিরিয়া ও ইরাকে নিজেদের ঘোষিত খেলাফত রাজ্যের জন্য নতুন মুদ্রার ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইএস জানায়, “আল্লাহর ইচ্ছায় আমরা কয়েক ধরনের মুদ্রা বের করছি। আর এগুলো হবে স্বর্ণ, রুপা ও তামার।”

বিবৃতিতে বলা হয়, “মুসলামানদের ওপর জুলুমবাজদের চাপিয়ে দেয়া অর্থ ব্যবস্থা ও শোষণের বিপরীতে নতুন এ মুদ্রা চালু করা হচ্ছে।”

আইএস জানায়, “নতুন এই মুদ্রা আমেরিকান ডলারের বিপরীত ব্যবস্থা। আর এর মাধ্যমে মুসলমানরা পশ্চিমাদের চাপিয়ে দেওয়া অর্থ ব্যবস্থা থেকে মুক্তি পাবে।”

প্রকাশিত নতুন মুদ্রার ছবিতে দেখা যায়, মুদ্রার একপাশে লেখা রয়েছে ইসলামিক স্টেট, আর অপর পাশে লেখা রয়েছে- মোহাম্মদ (সা.) এর অনুসরণে প্রতিষ্ঠিত খেলাফত।

এছাড়া আরো বেশ কয়েক ধরনের মুদ্রা তৈরি করা হয়েছে। পাঁচ দিনার স্বর্ণের মুদ্রায় রয়েছে বিশ্বের মানচিত্র, দশ দিরহামের রূপার মুদ্রায় রয়েছে আল-আকসা মসজিদের ছবি। তামার মুদ্রার রয়েছে অর্ধ চন্দ্রের ছবি এবং অন্য কয়টিতে রয়েছে পাম গাছের ছবিও।